রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরে আট ডাকাত আটক 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুরে আট ডাকাত আটক 

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ট্রাকসহ ৮ ডাকাতকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। 

এ সময় ডাকাতদের নিকট হতে দেশীয় অস্ত্র, একটি পিকআপ, ১টি তালাকাটার যন্ত্র ও হেক্স মেশিন, ৭টি হেক্স ব্লেড  ২টি লোহার পাইপসহ ৮ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, সিংড়া সার্কলের মো. আকতারুজ্জামানের তত্ত্বাবধানে ওসি গুরুদাসপুর মো. উজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই মাহাবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। 

আটকরা হলেন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার খোদাই বাড়ি গ্রামের মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে মো. আমিনুল ইসলাম, বরিশাল জেলার হিজলা থানার নরসিংহপুর গ্রামের আব্দুর রহমান খানের ছেলে ট্রাক ড্রাইভার মো. ওলি উদ্দিন খান, ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার নবীনগর গ্রামের মৃত্যু আব্দুল আওয়ালের ছেলে মো. ইমরান খান, জয়পুরহাটের মজিব নগর গ্রামের মো. মফিজের ছেলে মো. মোসলেম, গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গাফ্ফার, একই এলাকার জাইতরবালা গ্রামের মৃত্যু আসকর আলী মণ্ডলের ছেলে মজনু মিয়া, শকুনা কেশবপুর গ্রামের মংলার ছেলে অমল কুমার ও চকবালা গ্রামের মো. আমিনের ছেলে ইমরান হোসেন। 

গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন বলেন, আটক ডাকাতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।  গতকাল থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ